SAMAJ KALYAN O UNNAYAN SHANGSTHA (SKUS) is an

Social Welfare and Development Organization

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-(এনএসডিএ) অধীনে চুড়ান্ত এসেসম্যান্টে সফলভাবে সম্পন্ন

জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা-২০২০’র অন্যতম মূল আদর্শ “দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ পরিকল্পনা ও দক্ষতার চাহিদা সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা” উক্ত আদর্শকে যথাযথ বাস্তবায়নের নিমিত্তে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এইচডিএস সংস্থা কর্তৃক পরিচালিত General Caregiving এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯ জন প্রশিক্ষণার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-(এনএসডিএ) অধীনে চুড়ান্ত এসেসম্যান্টে সফলভাবে সম্পন্ন করেছে।
বাংলাদেশ অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ১৯৯৫ সাল হতে বাংলাদেশের আত্বসামাজিক উন্নয়নের লক্ষ্যে ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ এর অন্যতম সূচক স্মার্ট নাগরিক বিনির্মাণে ও জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট, ২০৩০ অর্জন এবং যুব সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। স্কাস কক্সবাজার জেলায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে সহযোগিতা কার্যক্রম পরিচালনা সহ রোহিঙ্গা ইনফ্লাক্সে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সার্বিক জীবনমান বা আর্থ-সামাজিক উন্নয়নে শুরু থেকে অদ্যাবধি বিভিন্ন উন্নয়নমূলক ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের সুবিধাবঞ্চিত দরিদ্র যুবক ও নারীদের কারিগরি শিক্ষার উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পরিচর্যায় দক্ষতা ও ডিজিটাল উপকরণ ব্যবহারে পারদর্শীতা অর্জনের মাধ্যমে পরিবার, দেশে ও বিদেশে Caregiving পেশার জগতে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) Market driven-General Caregiving প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে । স্কাস ইতোমধ্যে General Caregiving প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর দক্ষতা যাচাইয়ে সক্ষমতাভিত্তিক অভিন্ন ও নিরপেক্ষ অ্যাসেসমেন্ট পরিচালনা করেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক আইজেক প্রকল্পের Market driven -Caregiving প্রশিক্ষণে ৯৫ শতাংশ প্রশিক্ষণার্থী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।
পাশাপাশি স্কাস’র সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে কক্সবাজার জেলার উখিয়ায় উপজেলায় SKUS General Caregiving Training Center এ গত ২৯ ও ৩০ জুন’২০২৪ এইচডিএস কতৃক পরিচালিত General Caregiving প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯ জন প্রশিক্ষণার্থীদের চুড়ান্ত এসেসম্যান্টে সফলভাবে সম্পন্ন হয়েছে। সক্ষমতাভিত্তিক অভিন্ন ও নিরপেক্ষ অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রশিক্ষণার্থীর দক্ষতা যাচাই ও উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে সনদায়ন নিশ্চিত করার লক্ষ্যে ২ দিনের এসেসমেন্টে সকল প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে লিখিত, মৌখিক ও ব্যাবহারিক এসেসম্যান্টের মাধ্যমে প্রশিক্ষণার্থীর জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা হয়। উক্ত এসেসমেন্টের ৭৯ শতাংশ প্রশিক্ষণার্থী চুড়ান্ত ভাবে কৃতকার্য্য হয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট অর্জন করে।
উক্ত এসেসম্যান্ট কার্যক্রম ও পরীক্ষার হল পরির্দশন করেন- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ( NSDA) এর উপ-পরিচালক জনাব আবু তাহের মোঃ শামসুজ্জামান । তিনি বলেন উখিয়ায় প্রথম মার্কেট ড্রাইভেন কেয়ার গিভিং প্রশিক্ষণ পরিচালনা করে ৯৫ শতাংশ প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করেছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) যা কক্সবাজার জেলার জন্য অনন্য সাফল্য। যার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের স্থানীয় ও রোহিঙ্গা রেসপন্সে বিভিন্ন সংস্থায় কেয়ার গিভিং পজিশনে কাজের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া উক্ত কেয়ার গিভিং সনদপত্র প্রশিক্ষণার্থীদের দেশের বাইরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে । তিনি স্কাস পরিচালিত General Caregiving Training কার্যক্রমের প্রশংসা করেন এবং কক্সবাজার স্থানীয়দের জন্য প্রশিক্ষনের সুযোগ সৃষ্টি ও অন্যান্য সংস্থা কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের এসেসম্যান্টের মাধ্যমে সনদ অর্জনের সুযোগ সৃষ্টিতে অবদান রাখায় স্কাসকে ধন্যবাদ জানান।
ইতোমধ্যে দরিদ্র বেকার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রবেশগম্যতা বৃদ্ধিতে অবদান রাখায় স্কাস’র কার্যক্রম এবং স্কাসে’র প্রশিক্ষণ কর্মশালা একটি কার্যকর পন্থা হিসাবে প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *